কুয়েতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের মিশন
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-০৯ ১৮:১১:৩১

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক কুয়েতের বিপক্ষে। শুক্রবার (৯ জুলাই) দুপুরে চূড়ান্তপর্বের আয়োজক উজবেকিস্তানে অনুষ্ঠিত ড্রয়ের পর ফিকশ্চারও চূড়ান্ত হয়েছে।
বাংলাদেশ ‘ডি’ গ্রুপে খেলবে সৌদি আরব, উজবেকিস্তান ও স্বাগতিক কুয়েতের বিপক্ষে। তারা প্রথম ম্যাচ খেলবে স্বাগতিকদের বিপক্ষে ২৭ অক্টোবর।
গ্রুপের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সৌদি আরব ও উজবেকিস্তান। ২৯ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান ও ৩১ অক্টোবর সৌদি আরব।
এশিয়ার ৪২ দেশ এই টুর্নামেন্টের বাছাইয়ে খেলছে। ১১ গ্রুপ থেকে চ্যাম্পিয়নরা এবং সেরা চার রানার্সআপ-এই ১৫ দল উঠবে চূড়ান্তপর্বে। আয়োজক উজবেকিস্তান খেলবে সরাসরি। যদিও তারা আছে বাছাইপর্বে।
সানবিডি/এন/আই







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












