
কঠোর লকডাউনে ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিকদের পাশে দাড়িয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
শনিবার (১০ জুলাই) নড়াইল কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে ২০০ শ্রমিককে খাদ্য সহায়তা দিয়েছেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ও নড়াইল পৌরসভার ১নং প্যানেল মেয়র কাজী জহিরুল হক, জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খান, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিলয় রায় বাধন প্রমুখ।
মাশরাফির খাদ্য সহায়তার মধ্যে ছিল পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু ও একটি করে সাবান।
সানবিডি/আরএইচ