এক কোটিরও বেশি টিকা আসছে আগামী মাসে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৭-১০ ২০:৩০:২৩


আগামী দেড় মাসের মধ্যে প্রায় পৌনে দুই কোটি বা তারও বেশি টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আগামী মাসে অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহে দেশে ১ কোটি ১০ লাখ টিকা আসবে বলে জানিয়েছেন তিনি ।

শনিবার (১০ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টার পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকার সংকট হয়েছিল, তা আমরা কাটিয়ে উঠছি। আমরা ইতিমধ্যে ৪৫ লাখ টিকা পেয়েছি। শুনে আনন্দিত হবেন, গতকালই চিঠি পেয়েছি আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছ থেকে, আমরা আরও ৬০ লাখ ফাইজারের টিকা আগস্টের প্রথম সপ্তাহে পাবো।’

এসময় তিনি বলেন, ‘আমরা চীন থেকেও আগামী মাসের প্রথম সপ্তাহে ৫০ লাখ টিকা পাবো। আগস্টের মধ্যেই অ্যাস্ট্রাজেনেকার টিকাও ১০ লাখ বা তার অধিক আমরা পেয়ে যাবো। অর্থাৎ আগামী দেড় মাসের মধ্যে প্রায় পৌনে দুই কোটি টিকা থাকবে। তার থেকেও বেশি থাকতে পারে। কারণ আগস্ট মাসে এর বাইরে আরও কিছু টিকা আশা করি।’

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, গত কয়েক দিনে চার হাজার নতুন ডাক্তার এবং চার হাজার নার্স নিয়োগ দেওয়ার ব্যবস্থা হয়েছে। করোনার সময়ে সব মিলিয়ে প্রায় ৫০ হাজার নতুন লোক কাজ করছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

সানবিডি/আরএইচ