হিলিতে ১০০ টাকা বেশি মূ্ল্যে বিক্রি হচ্ছে এলপিজি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-১২ ১৪:০৬:০২


তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য ভোক্তা পর্যায়ে নির্ধারণ করে দিয়েছে সরকার। কিন্তু দিনাজপুরের হিলিতে সরকারি দামে মিলছে না জ্বালানি পণ্যটি। প্রত্যেকটি গ্যাস সিলিন্ডার নির্ধারিত মূল্যের চেয়ে ১০০ টাকা বেশিতে বিক্রি করা হচ্ছে।

হিলি বাজার ঘুরে দেখা যায়, বাজারে সব ধরনের এলপিজি গ্যাস সিলিন্ডারের সরবরাহ রয়েছে। তবে সব কোম্পানির গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রি হচ্ছে। ব্র্যান্ড ও মানভেদে প্রতিটি এলপিজি সিলিন্ডার ১ হাজার থেকে ১ হাজার ৫০ টাকা দামে বিক্রি করা হচ্ছে। কিছুদিন আগেও এসব গ্যাস সিলিন্ডারের দাম সাড়ে ৮০০ টাকা ছিল। আরো আগে ৯৫০ টাকা করে পণ্যটি বিক্রি হয়েছিল।

সম্প্রতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম ৮৯১ টাকা নির্ধারণের এক প্রজ্ঞাপন জারি করে, যা জুলাই থেকে কার্যকর করা হয়। এর আগে জুনে সরকারি দাম ছিল ৮৪২ টাকা। মে মাসের জন্য নির্ধারণ করা হয়েছিল ৯০৬ টাকা।

সানবিডি/এনজে