নগরীরর বায়েজীদ থানার জালালাবাদ এলাকায় পাহাড় ধসে মা ও মেয়ে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার সকালে জালালাবাদের নাছির ঘোনা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন-মা পারভীন আক্তার (৩০) ও মেয়ে সাথী আক্তার (৫)।
বায়েজিদ থানার ওসি প্রদীপ চন্দ্র দাশ বাংলামেইলকে বলেন, ‘সকালে নাছির ঘোনা এলাকায় একটি কাঁচা ঘরের ওপর পাহাড় ধসে পড়লে সেখানে থাকা মা ও মেয়ে নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’
তবে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘এরকম একটি খবর পেয়ে আমরা টিম পাঠিয়েছি। তবে কোনো লাশ পাওয়া যায়নি। এছাড়া কেউ উদ্ধারের জন্য আমাদের আহ্বানও করেনি।’