ব্যাংকিং সেবা নিশ্চিতে নির্দেশনা দিবে কেন্দ্রীয় ব্যাংক
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৭-১৩ ১৪:০৮:০৭

ঈদুল আযহা সামনে রেখে সর্বাত্মক লকডাউন শিথিল করেছে সরকার। ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬ টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল থাকছে। তবে ২৩ জুলাই সকাল থেকে ফের লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময় ব্যাংকিং কার্যক্রম কিভাবে চলবে সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা বাংলাদেশ ব্যাংক দিবে।
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে জারি করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে ১৪ জুলাই মধ্য রাত থেকে ২৩ জুলাই সকাল পর্যন্ত চলমান বিধিনিষেধ শিথিল থাকবে। তবে ২৩ জুলাই সকাল থেকে ৫ আগষ্ট রাত ১২ টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হল।
প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকিং/বিমা/আর্থিক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।
সানবিডি/এন/আই







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













