

চলমান মহমারির প্রকোপের মধ্যে ভারতে কয়লা আমদানিতে উল্লম্ফন দেখা দিয়েছে। গত মে মাসে দেশটির আমদানি বেড়েছে ২০ দশমিক ৪ শতাংশ। এ সময় সব মিলিয়ে আমদানি করা হয় ১ কোটি ৯৯ লাখ ২০ হাজার টন কয়লা। গত অর্থবছরের একই মাসে আমদানি করা হয়েছিল ১ কোটি ৬৫ লাখ ৪০ হাজার টন। ভারতের বাণিজ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমজংশন সার্ভিস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ ব্যাপারে প্রতিষ্ঠানটি জানায়, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে দেশটি সব মিলিয়ে আমদানি করেছে ৪ কোটি ২১ লাখ ৯০ হাজার টন কয়লা, যা গত অর্থবছরের তুলনায় ২৫ দশমিক ৪ শতাংশ বেশি। ২০২০-২১ অর্থবছরের প্রথম দুই মাসে আমদানি করা হয়েছিল ৩ কোটি ৩৬ লাখ ৩০ হাজার টন।
সানবিডি/এনজে