কেন্দ্রীয় ব্যাংকের জিএম হ‌লেন ফরদুল আহমেদ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৭-১৩ ১৬:৩৭:৪৮


বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে পদোন্নতি পেয়েছেন এম ফরদুল আহমেদ। মঙ্গলবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ১২ জুলাই এক কর্মচারী নির্দেশের মাধ্যমে তাকে উপ-মহাব্যবস্থাপক থেকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি প্রদান করা হয়।

ফরদুল আহমেদ ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে অফিসার হিসেবে যোগদান করেন। চাকরিকালীন সময়ে ইতোমধ্যে মতিঝিল অফিস, প্রশাসন বিভাগ, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং ব্যাংক পরিদর্শন বিভাগে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করেছেন তিনি।

১৯৬৪ সালে গোপালগঞ্জ সদর উপজেলার পশ্চিম নিজড়া গ্রামে জন্মগ্রহণ করেন ফরদুল আহমেদ। গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাশ করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। দাফতরিক কাজের পাশাপাশি ব্যক্তিগত প্রয়োজনে তিনি ভারত, নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইটালি ও জাপান ভ্রমণ করেন।

সানবিডি/এএ