নতুন ৩ সূচিতে ৫ আগস্ট পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৭-১৩ ১৭:৫০:৪৬

করোনাভাইরাসের সংক্রমনে রোধে সরকারের ঘোষিত বিধি-নিষেধে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখতে আগামী ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ব্যাংকিং সময়সূচিতে তিন ধরণের পরিবর্তন এসেছে।
মঙ্গলবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন কর্তৃক ইস্যুকৃত চিঠিতে এ তথ্য জানা গেছে।
কোরবানি ঈদকে সামনে রেখে বাণিজ্য পরিচালনা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখাতে মন্ত্রিপরিষদ বিভাগ হতে একটি সার্কুলার জারি হয়।
সে পেক্ষিতে আগামী ১৫, ১৮ ও ১৯ জুলাই ব্যাংকিং লেনদেন সময়সূচি হবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এছাড়া লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।
সানবিডি/ এন/আই







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













