

ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। সরাসরি দেখাবে গাজী টিভি ও স্টার স্পোর্টস-৪।
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। জয়ের ধারা ধরে রেখে আজই সিরিজ নিশ্চিত করতে চায় মাশরাফি বিন মুর্তজার দল।
সিরিজ শুরুর আগে থেকেই বাংলাদেশ শিবিরে একটি সুর বেজে চলছে- পরীক্ষা-নিরীক্ষা। প্রথম দুই ম্যাচে সেটার প্রতিফলনও দেখা গেছে। তৃতীয় ম্যাচে মনে হচ্ছে আরেকটু বেশিই দেখা যাবে। আজ স্বাগতিকদের একাদশে পরিবর্তন আসতে পারে চার কিংবা পাঁচটি!
অবশ্য চারটি পরিবর্তন অবধারিতই। হ্যামস্ট্রিংয়ের চোটে সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। শুভাগত হোমকে পাঠানো হয়েছে বিসিএলে খেলতে। বিশ্রাম দেওয়া হয়েছে দুই পেসার আল আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমানকে। শোনা যাচ্ছে, শেষ দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে তামিম ইকবালকেও!
মুশফিকের বদলে ইমরুল কায়েসের একাদশে আসাটা অনেকটাই নিশ্চিত, সেক্ষেত্রে তিনি ওপেন করতে পারেন সৌম্য সরকারের সঙ্গে। মুস্তাফিজের বদলে আবু হায়দার রনির অভিষেকও অনেকটাই নিশ্চিত। আল-আমিনের জায়গায় খেলতে পারেন তাসকিন আহমেদ, শুভাগতের জায়গায় অভিষেক হতে পারে মুক্তার আলীর। অভিষেক হতে পারে তরুণ ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকতেরও।
অন্যদিকে জিম্বাবুয়ের একাদশেও আসতে পারে পরিবর্তন। আগের ম্যাচে তো নিয়মিত অধিনায়ক এল্টন চিগুম্বুরাকেই একাদশের বাইরে রেখে চমক দিয়েছিল সফরকারীরা। সিরিজে সমতায় ফিরতে মরিয়া জিম্বাবুয়ের একাদশে চমক থাকতে পারে তৃতীয় ম্যাচেও।
উল্লেখ্য, বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টাইটেল স্পন্সর দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। আর পাওয়ার স্পন্সর ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।