টিকা উৎপাদনে রাজি চীন-রাশিয়া, তবে দেবেনা প্রযুক্তি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৭-১৩ ২০:৫৬:৩৩

বাংলাদেশের সঙ্গে টিকার যৌথ উৎপাদনে রাজি আছে চীন ও রাশিয়া। এ নিয়ে সরকারসহ বেসরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর সঙ্গে আলাপও চলছে দেশ দুটির। তবে দুটি দেশই টিকা তৈরির প্রযুক্তি দিতে রাজি হয়নি।
মঙ্গলবার (১৩ জুলাই) নিজ বাসভবনে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীন ও রাশিয়ার সঙ্গে আমরা টিকার যৌথ উৎপাদনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দুদেশই এটা করতে রাজি। চীন বলেছে তাদের দুইটা ফার্ম, সিনোফার্ম এবং সিনোভ্যাক যৌথ উৎপাদনে যেতে রাজি আছে। তারা আমাদের এখানে কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানির সঙ্গে আলাপও করেছে। এখন তারা কোম্পানির সঙ্গে দেনদরবার করছে। আমাদের চাচ্ছি, টেকনোলজি; কীভাবে টিকা বানানো যায়। কিন্তু ওরা এটা দিতে রাজি না।’
দেশে টিকার যৌথ উৎপাদন খুব শিগগিরই শুরুর প্রত্যাশা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো দেশ তাদের টেকনোলজি দিতে রাজি না। আর আমাদের কোম্পানিগুলো চাচ্ছে প্রযুক্তি। আমরা টেকনোলজি চাই।’ ।
সোমবার (১৩ জুলাই) অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই (এবিসিএ) আয়োজিত এক ওয়েবিনারে ঢাকায় নিযুক্ত চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানান, সরকারের অনুমতি পেলেই চীন বাংলাদেশে যৌথ টিকা উৎপাদন শুরু করতে প্রস্তুত।
সানবিডি/ এন/আই







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












