৫ দশমিক ৭ শতাংশ স্বর্ণ উত্তোলন বৃদ্ধির সম্ভাবনা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-১৫ ১৪:১১:৫৮


চলমান মহামারির প্রকোপে কারণে গত বছর বৈশ্বিক স্বর্ণ ‍উত্তোলন বিপর্যয়ের মুখে পড়ে। লকডাউন ও বিধিনিষেধের কারণে ১৮ মাস ধরে বিশ্বের খনিগুলোতে মূল্যবান ধাতুটির উত্তোলন ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়। তবে ধীরে ধীরে খাতটি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। ২০১৯ ও ২০২০ সালের তুলনায় চলতি বছর উত্তোলনে বড় প্রবৃদ্ধি আসবে। গবেষণা প্রতিষ্ঠান ফিচ সলিউশনের কান্ট্রি রিস্ক অ্যান্ড ইন্ডাস্ট্রি রিসার্চ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মহামারীর প্রভাব কমতে শুরু করায় চলতি বছর বিশ্বজুড়ে স্বর্ণ উত্তোলন ৫ দশমিক ৭ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে। ফিচ সলিউশন জানায়, ২০২৫ সাল পর্যন্ত স্বর্ণের বৈশ্বিক উত্তোলনে প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে। ২০৩০ সাল পর্যন্ত মূল্যবান ধাতুটির উত্তোলন বাড়বে ৩ দশমিক ২ শতাংশ। ২০২৩ সালে ৪ দশমিক ৩ শতাংশ, ২০২৪ সালে ২ দশমিক ৪ ও ২০২৫ সালে ৩ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি আসবে খাতটিতে।

গবেষকরা জানান, চলতি বছর স্বর্ণের বৈশ্বিক উত্তোলন ১০ কোটি ৯৪ লাখ থেকে বেড়ে ১৪ কোটি ১৭ লাখ আউন্সে পৌঁছবে। ২০৩০ সাল নাগাদ গড় বার্ষিক প্রবৃদ্ধি ৩ দশমিক ২ শতাংশ হারে বাড়বে। ২০১৬-২০ সাল পর্যন্ত গড় বার্ষিক প্রবৃদ্ধির হার ছিল মাত্র দশমিক ৮ শতাংশ।

সানবিডি/এনজে