ই-সেবা এখন হাতের নাগালে: প্রতিমন্ত্রী

প্রকাশ: ২০১৫-১০-০৩ ১৯:১৩:১৯


 

Narayonমৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, সরকার ই-সেবা কেন্দ্র চালুর মাধ্যমে সব ধরনের নাগরিক সেবা দেশবাসীর হাতের নাগালে পৌছিয়ে দিয়েছে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকেও তথ্য ও প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে।

শনিবার সকাল ১০টায় খুলনার ফুলতলা দামোদর ইউনিয়ন ই-সেবা কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

পরিদর্শন শেষে ইউনিয়ন কমপ্লেক্স চত্বরে একটি গাছের চারা রোপন করে। পরে তিনি সদস্য প্রয়াত ডাঃ অজিত কুমার দাস ওরফে মন্টুর পরিবারের সাথে কিছু সময় অতিবাহিত’র পর দামোদর কারিকরপাড়া কমিউনিটি ক্লিনিক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। এর পূর্বে সকাল ৯টা ২০ মিনিটে অনির্ধারিতভাবে প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ ফুলতলা ইউনিয়নের নাউদাড়ী কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে গেলে সেটি বন্ধ দেখে ফিরে আসেন। ক্ষুব্ধ প্রতিমন্ত্রী পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদকে যথাযথ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, ইউপি চেয়ারম্যান জাকিয়া হাসিন বিনা, আওয়ামী লীগ নেতা সরদার শাহাবুদ্দিন জিপ্পী, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, মোল্যা হেদায়েত হোসেন লিটু, রিপোর্টার্স ক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, ইউপি সদস্য মাসুদ পারভেজ মুক্ত, মিতা পারভীন, আঃ রহমান সরদার, আঃ সাত্তার মামুন, রাফেজা বেগম, এস এম ইসমাইল হোসেন বাবলু, এসকে আলী ইয়াছিন, শহিদুল্লাহ প্রিন্স, আঃ গনি গাজী, রবিন বসু, রবিউল ইসলাম মোল্যা, টিটো ভুইয়া  প্রমুখ।

সানবিডি/ঢাকা/তাপস/এসএস