বাংলাদেশি কোম্পানিগুলোর ব্যাপক সাড়া

প্রকাশ: ২০১৬-০১-২০ ১৪:০৫:৫২


Hometexজার্মানির ফ্রাঙ্কফুটের হোম টেক্সটাইল ফেয়ারে অংশগ্রহণকারী বাংলাদেশি কোম্পানিগুলো ব্যাপক সাড়া পেয়েছে। ১২ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি ৪ দিনব্যাপী অনুষ্ঠিত বিশ্বের সর্ববৃহৎ এ হোম টেক্সটাইল প্রদর্শনীতে বাংলাদেশের ২১টি কোম্পানি অংশগ্রহণ করে। এর মধ্যে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মাধ্যমে ১১টি এবং সরাসরি নিজস্ব ব্যনারে মেলায় অংশগ্রহণ করে। বিশ্বের সর্ববৃহৎ এ হোম টেক্সটাইল প্রদর্শনীর আয়োজন করে মেসি ফ্রাংকফুট।

প্রতিবছর জানুয়ারিতে জার্মানির ফ্রাঙ্কফুটে এ প্রদর্শনীর আয়োজন করে থাকে। এবার সারা বিশ্ব থেকে প্রায় ২ হাজার ৮৬৬ টি প্রতিষ্ঠান এবং ৬৯ হাজার দর্শক এ প্রদর্শনীতে অংশগ্রহণ করেন বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান মেসি ফ্রাংকফুটের বাংলাদেশের প্রতিনিধি রুমানা আফরুজ।

তিনি জানান, আন্তর্জাতিক টেক্সটাইল শিল্পে এমেলা একটি গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে থাকে।মেসি ফ্রাংকফুট প্রতিবছরই এ প্রদর্শনীর আয়োজন করে থাকে। ২০১৭ সালে ১০-১৩ জানুয়ারিতে এ প্রদর্শনী হবে। এদিকে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ইউনিলাইন টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক শাহ এস আলম জানান, তারা বিশ্বে হোম টেক্সটাইল রফতানি করে থাকে। মেসি ফ্রাংকফুটের মেলাতে বিগত ৮ বছর যাবৎ অংশগ্রহণ করে আসছে। এমেলায় তারা ভালো ক্রেতাদের ভালো সারাও পান। এমেলায় ইউরোপ, আমেরিকা ছাড়াও আফ্রিকা, অস্ট্রেলিয়া থেকে দর্শকরা এমেলায় আসেন। এজন্য এ প্রদর্শনীটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ন।

বাংলাদেশ টেরিটাওয়েল এসোসিয়েশনের সভাপতি মেহবুব হোসেন বলেন, এবার প্রথম তারা জার্মানীর ফ্রাংকফুটের এ হোম টেক্সটাইল প্রদর্শনীতে অংশহ্রণ করেছেন। প্রদর্শনীতে নতুন কিছু ক্রেতার সাথে পরিচয় হয়েছে। আশা করছি ভবিষ্যতে একটি ভালো ফল বয়ে আনবে। রফতানি উন্নয়ন ব্যুরো গবেষণা কর্মকর্তা রহিমা আকতার জানান, এবারের ফ্রাংকফুটের হোম টেক্সটাইল মেলায় বেশ সারা পড়েছে। তবে অংশগ্রহণকারীরা কি পরিমান রফতানি আদেশ পেয়েছেন তা এখন হিসেব করা হয়নি। আমরা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর কাছে তথ্য চেয়েছি। তারা ওই তথ্য দিলে তা বলা সম্ভব হবে।

সানবিডি/ঢাকা/এসএস