ইসলামী ব্যাংকের নবনিযুক্ত অফিসারদের ওরিয়েন্টেশন
প্রকাশ: ২০১৫-১০-০৩ ১৯:২২:২৯
ইসলামী ব্যাংকের নবনিযুক্ত অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর ২০১৫ ইসলামী ব্যাংক টাওয়ারের মোহাম্মদ ইউনুছ অডিটোরিয়ামে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্র্চ একাডেমি (আইবিটিআরএ)-এর মহাপরিচালক মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো.আবুল বাশার, মো. হাবিবুর রহমান ভূঁইয়া,এফসিএ, রফি আহমেদ বেগ ও আবদুস সাদেক ভূইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মানব সম্পদ বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ইয়ানুর রহমান।