হেরেই চলছে ভারত!!
আপডেট: ২০১৬-০১-২০ ১৮:৩১:৪৮


ধাওয়ান,কোহলি সেঞ্চুরি করলেন, তাতেও রক্ষা হলো না ভারতের। ক্যানবেরার চতুর্থ ওয়ানডেও ২৫ রানে জিতে নিল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে ৫ ম্যাচ সিরিজে ৪-০তে এগিয়ে গেল তারা।
ব্যাটসম্যানদের দাপটে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ৩৪৮ রানের বিরাট স্কোর দাঁড় করে অজিরা। শতরান করেন ওপেনার অ্যারন ফিঞ্চ ( ১০৭) ৷ অনবদ্য ব্যাটিং করেছেন অপর ওপেনার ডেভিড ওয়ার্নার ( ৯৩) ৷ পাশাপাশি উজ্বল ভূমিকা নিয়েছেন অধিনায়ক স্টিভেন স্মিথ (৫১) ও মিচেল মার্শ ( ৩৩) ও ম্যাক্সওয়েল (৪১) ৷ ভারতের পক্ষে ইশান্ত শর্মা ৪টি, উমেশ যাদব ৩টি করে উইকেট নেন।
৩৪৯ রানের বিরাট টার্গেট তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিল ভারত। মনে হয়েছিল জয়ে পৌঁছে যাবে ধোনির দল। ওপেনার রোহিত শর্মার ৪১ রানের পর ধাওয়ান ১২৬ ও কোহলি ১০৬ করাতে ভালই চাপে পড়ে যায় অজিরা। এক পর্যায়ে ভারতের রান দাঁড়ায় ২ উইকেটে ২৭৭। অস্ট্রেলিয়ার পক্ষে রিচার্ডসন ৬৮ রানে ৫ উইকেট নেন।
কিন্তু এরপর থেকেই শুরু হয় আসা যাওয়ার পালা। এরপরের ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র জাদেজা ছাড়া কেউ দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। ৩২৩ রানে থেমে যায় ভারতের ইনিংস।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












