

গানের বাইরে সঙ্গীতশিল্পী শাফিন আহমেদের ব্যস্ততা দিন দিন বাড়ছে। কয়েকদিন আগে অভিনয়ের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন। আলোচনা ফুরোবার আগেই আরেক ঘোষণা দিলেন তিনি। এবার আর গান কিংবা অভিনয় নয়, উপস্থাপনা করছেন তিনি। বৈশাখী টিভির ‘রিদম অ্যান্ড ব্যান্ড’ শিরোনামে একটি অনুষ্ঠানে নিয়মিত দেখা যাবে তাকে।
কাজের অভিজ্ঞতা জানালেন, ‘উঠতি ব্যান্ডগুলোকে থাকছে অনুষ্ঠানে। এখানে আমি শুধু উপস্থাপনায় করছি না। তার চেয়েও বেশি কিছু। ব্যান্ডগুলোর গানের ভুলত্রুটিগুলো ধরিয়ে তাদেরকে গাইড করছি। পর্যাপ্ত সাজেশন দিচ্ছি।’ ‘রিদম অফ ব্যান্ড’ প্রতি বুধবার রাত ৮টায় প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে।
শাফিন আহমেদ উপস্থাপনায় এবারই প্রথম নয়। প্রায় পাঁচ বছর আগে বাংলাভিশনে ‘গান ও ফান’ শিরোনামে একটি অনুষ্ঠান নিয়মিত উপস্থাপনা করতেন। মাঝে টুকটাক দু’ একটি প্রোগ্রাম করলেও এবারই উপস্থাপনায় নিয়মিত হচ্ছে বলে জানালেন তিনি।