সাকিবের ৪০০!

আপডেট: ২০১৬-০১-২০ ১৮:৩৯:৪৬


shakib_99300জিম্বাবুয়ের বিরুদ্ধে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে রিচমন্ড মুতুম্বামির উইকেটের মাধ্যমে আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪০০টি উইকেট অর্জন করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এর আগে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৩৯৯টি উইকেট ছিল সাকিবের। এদিন ৪ ওভার বল করে ৩২ রান দিয়ে ৩টি উইকেট নেন। ফলে, তিন ফরম্যাট মিলিয়ে সাকিবের এখন মোট উইকেট সংখ্যা ৪০২টি।

সাকিব আল হাসান টেস্টে ১৪৭টি, ওডিআইতে ২০৬ ও টি-টোয়েন্টিতে ৪৯টি উইকেট নিয়েছেন। তিনি ৪২টি টেস্ট, ১৫৭টি ওডিআই ও ৪১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে এ অর্জন নিশ্চিত করেছেন।

সানবিডি/ঢাকা/রাআ