অবস্থা বুঝে শিল্পকারখানা খোলার বিষয়ে সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-২২ ১৪:০৮:৪১


দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে  গার্মেন্টস ও রপ্তানিমুখী শিল্পকারখানা খোলার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

কঠোর লকডাউনের মধ্যে গার্মেন্টস ও রপ্তানিমুখী শিল্পকারখানা খোলা রাখতে এফবিসিসিআই ও বিজেএমই’ এর আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা জানান।

ফরহাদ হোসেন বলেন, ‘গার্মেন্টস ও রপ্তানিমুখী কলকারখানা বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নাই। অবস্থা পরিবর্তন হলে চিন্তাভাবনা করা যাবে। তবে সেটা এ মাসের ভেতরে না।’

সানবিডি/এনজে