মহামারিতে ভারতের জ্বালানি তেল উত্তোলনে ধস
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-২৫ ১১:২২:৪৬

মহামারি করোনার নতুন রুপ ভারতে প্রাণঘাতি রুপ নিয়েছে। এর প্রভাবে দেশটির অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনে ধস নেমেছে। ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর মিন্ট ও দ্য হিন্দু বিজনেস লাইন।
এ ব্যাপারে মন্ত্রণালয়সংশ্লিষ্টরা জানান, চলতি বছরের জুনে ভারত ২৪ লাখ ৮১ হাজার ৬৬০ টন অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করে। গত বছরের একই সময়ের তুলনায় উত্তোলন ১ দশমিক ৭৯ শতাংশ কমেছে। অন্যদিকে নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় উত্তোলন হ্রাস পেয়েছে ২ দশমিক ২৬ শতাংশ।
দেশটির সরকারি তথ্য অনুযায়ী, এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ভারতের অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪ লাখ ১২ হাজার ৮৭০ টনে। গত বছরের একই সময়ের তুলনায় উত্তোলন ৩ দশমিক ৪২ শতাংশ এবং লক্ষ্যমাত্রার তুলনায় ২ দশমিক ২৪ শতাংশ হ্রাস পেয়েছে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













