ইরানের তুলা উৎপাদন ২৬ শতাংশ কমার আশঙ্কা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৭-২৬ ১৪:৪৬:১২


চলতি বছর তীব্র খরার কারনে চ্যালেঞ্জের মুখে পড়েছে ইরানের তুলা উৎপাদন খাত। চলতি মৌসুমে দেশটির তুলা উৎপাদন হ্রাসের পূর্বাভাস মিলেছে। ইরানের কৃষি মন্ত্রণালয় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে তুলা উৎপাদন মৌসুম শুরু হয়েছে মার্চে। মন্ত্রণালয় জানায়, গত মৌসুমে দেশটিতে ২ লাখ ৭০ হাজার টন তুলা উৎপাদন হয়েছিল। কিন্তু চলতি বছর উৎপাদন কমে দুই লাখ টনে নেমে আসতে পারে। সে হিসাবে উৎপাদন ২৬ শতাংশ কমবে।

এ ব্যাপারে ইরানের খাতসংশ্লিষ্টরা জানান, চলতি বছরের এপ্রিলের শেষ দিকে তুলার আবাদ শুরু হয়েছে। এ বছর ১ লাখ ১৫ হাজার হেক্টর জমিতে তুলা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে অপ্রত্যাশিত ও প্রতিকূল আবহাওয়ার কারণে উৎপাদন লক্ষ্যমাত্রার ৮০ শতাংশও অর্জিত না হওয়ার আশঙ্কা রয়েছে।

সানবিডি/এনজে