[caption id="attachment_10132" align="aligncenter" width="850"] ফাইল ছবি[/caption]
বড় ধরনের কোনো প্রকল্প বাস্তবায়ন করতে হলে দীর্ঘ মেয়াদী ঋণের প্রয়োজন। যা ১০ বছরের বেশি মেয়াদী হওয়া উচিত। আর এই জাতীয় প্রকল্পগুলো পিপিপির (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) মাধ্যমে বাস্তবায়ন ভালো হয়। এমন কাজ সরকার কিংবা বেসরকারি খাত এককভাবে করতে পারে না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পিপিপির মাধ্যমে বিভিন্ন উন্নয়নসহ বিমানবন্দর নির্মাণ করেছে।
বিশ্বব্যাংক থেকে ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেডে ঋণ প্রদান উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
তিনি বলেন, আশুগঞ্জে ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করছে ইউনাইটেড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেড। এই কাজের জন্য বিশ্বব্যাংক থেকে ৫ কোটি ৮৫ লাখ ডলার ঋণ পেয়েছে ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেড। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পরিচালিত আইপিএফএফ প্রকল্পের আওতায় এই ঋণ দেওয়া হয়।
যদি পিপিপি প্রকল্পের আওতায় নেওয়া ঋণের স্বচ্ছ বাস্তবায়ন করা যায়, তাহলে বিশ্ব ব্যাংকের অর্থায়নে কোনো সমস্যা থাকার কথা নয়। এই প্রকল্পের বিশ্বব্যাংকের সহযোগিতা অনেক ভূমিকা রাখবে বলে মনে করেন গভর্নর।
দেশে এখন লাখ লাখ ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছে। তাদের বিদ্যুৎ দিতে এমন প্রকল্পের বাস্তবায়ন দরকার বলে মনে করেন আতিউর রহমান।
অনুষ্ঠানে ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাঈন উদ্দিন হাসান রাশিদ বলেন, প্রায় দুই দশক ধরে ইউনাইটেড গ্রুপ বাংলাদেশের বিদ্যুৎ খাতে অবদান রেখে চলেছে। ইতোমধ্যে বেশ কয়েকটি পাওয়ার প্লান্ট স্থাপন করেছে গ্রুপটি। সম্প্রতি আশুগঞ্জ এনার্জি পাওয়ার প্লান্ট করতে যাচ্ছে।
সরকারের সঙ্গে থেকে দেশের বিদ্যুৎ খাতে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জানা গেছে, বিশ্বব্যাংক থেকে নেওয়া এই ঋণের মেয়াদ হবে ১২ বছর। আর এই ঋণের সুদ হার হবে আড়াই শতাংশের নিচে। গত বছর জুনের শেষের দিকে এ সংক্রান্ত চুক্তি সই হয় বলে জানা যায়।
প্রকল্পটির লিড অ্যারেঞ্জার ঢাকা ব্যাংক লিমিটেড। এজেন্ট হিসেবে রয়েছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ড. আহমদ কায়কাউস, বিশ্বব্যাংকের সিনিয়র ফাইন্যান্সিয়াল স্পেশালিস্ট এ.কে.এম. আব্দুল্লাহ, প্রকল্প পরিচালক আহমেদ জামাল, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ চৌধুরী ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ. খান প্রমুখ।
সানবিডি/ঢাকা/এসএস