ফের ধাতব পণ্যের মজুদ উন্মুক্ত করেছে চীন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-২৭ ১৪:২৫:০৮


চীন দ্বিতীয়বারের মতো দেশটিতে ধাতব পণ্যের মজুদ উন্মুক্ত করেছে। ২৯ জুলাই নিলামের মাধ্যমে দেশটির সরকারি মজুদ থেকে ৩০ হাজার টন তামা, ৯০ হাজার টন অ্যালুমিনিয়াম ও ৫০ হাজার টন দস্তা স্থানীয় বাজারে বিক্রি করা হবে। চীনের ন্যাশনাল ফুড অ্যান্ড স্ট্র্যাটেজিক রিজার্ভস অ্যাডমিনিস্ট্রেশন এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স ও নাসডাক।

বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ধাতব পণ্য ব্যবহারকারী দেশ চীন। দেশটিতে দীর্ঘদিন ধরেই এসব পণ্যের দাম আকাশছোঁয়া। ঊর্ধ্বমুখী বাজারে লাগাম টেনে ধরতে স্থানীয় বাজারে ধাতব পণ্যের সরবরাহ বৃদ্ধির সিদ্ধান্ত নেয় দেশটির নীতিনির্ধারকরা। এরই অংশ হিসেবে চলতি মাসের শুরুতে ধাতব পণ্যের মজুদ উন্মুক্ত করা হয়। দ্বিতীয়বারের মতো সরকারি মজুদ থেকে ধাতব পণ্য স্থানীয় বাজারে বিক্রির ঘোষণা এসেছে। অনলাইন প্লাটফর্মে নিলামের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে।

মজুদসংশ্লিষ্টদের বরাত দিয়ে সিনহুয়া এক প্রতিবেদনে জানায়, চীনে ধাতব পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। সরকারি মজুদ থেকে স্থানীয় বাজারে সরবরাহ বৃদ্ধি করলে অল্প সময়ের মধ্যেই ধাতব পণ্যের বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

সানবিডি/এনজে