

চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতির ব্যবসা পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি জনসন অ্যান্ড জনসন। আগামী ২ বছরের মধ্যে মেডিকেল যন্ত্রপাতি উৎপাদন বিভাগে কর্মরত ৩০০০ জনকে অপসারণ করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
জনসন অ্যান্ড জনসনের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বজুড়ে ১ লাখ ২৭ হাজার মানুষ কোম্পানির বিভিন্ন কাজে কর্মরত আছেন। এদের মধ্যে স্বাস্থ্য সেবা খাতের ২ দশমিক ৫ শতাংশ এবং ডিকেল যন্ত্রাংশ খাতের ৬ শতাংশ কর্মী ছাঁটাইয়ের তালিকায় রযেছে। সব মিলিয়ে ৩০০০ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মী ছাঁটাইয়ের পর কর পূর্ববর্তী মুনাফা প্রতি বছরে ৮০ লাখ ডলার থেকে ১০০ কোটি ডলার পর্যন্ত বেড়ে যাবে। যা পরবর্তীতে নতুন পণ্য উৎপাদনে বিনিয়োগ করা যাবে।
১৮৮৬ সালে প্রতিষ্ঠিত জনসন অ্যান্ড জনসন কোম্পানির সবচেয়ে বড় ইউনিট ছিল মেডিকেল যন্ত্রপাতির ব্যবসা। ব্যবসা শুরুর পর দ্রুত সবচেযে বেশি বিক্রির তালিকায় পৌঁছে যায় এই খাতের পণ্য।