৬০ শতাংশ স্বর্ণ আমদানি বেড়েছে ভারতের

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-২৮ ১৪:৫৪:০১


চলমান অর্থবছরের প্রথম তিন মাসে (এপ্রিল-জুন) ভারতের স্বর্ণ আমদানি কয়েক গুণ বেড়েছে। এ সময় দেশটি প্রায় ৭৯০ কোটি ডলারের স্বর্ণ আমদানি করে। ভারতীয় বেসরকারি সংবাদ সংস্থা আইএএনএস এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ অর্থবছরে করোনা মহামারী প্রতিরোধে লকডাউন ও নানা বিধিনিষেধের কারণে ভারতের স্বর্ণ আমদানি কমে যায়। গত অর্থবছরের প্রথম তিন মাসে ভারত ৬৮ কোটি ৭৮ লাখ ৩০ হাজার ডলারের স্বর্ণ আমদানি করেছিল। তবে চলতি অর্থবছর দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ আঘাত হানলেও স্বর্ণের চাহিদা বেড়েছে। ঊর্ধ্বমুখী চাহিদা মেটাতে মূল্যবান ধাতুটির আমদানি বাড়িয়েছে ভারত।

এ ব্যাপারে ভারতের মন্ত্রণালয় ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বেড়েছে। এ সময় দেশটি ৯৬ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলারের স্বর্ণ আমদানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি ৬০ শতাংশ বেড়েছে।

সানবিডি/এনজে