দাড়ি ফেলতে বাধ্য হলো ১৩ হাজার পুরুষ
প্রকাশ: ২০১৬-০১-২১ ১২:৪০:৪১

তাজিকিস্তানে ১৩ হাজার পুরুষের দাড়ি জোর করে ফেলে দিয়েছে পুলিশ। একইসঙ্গে ধর্মীয় পোশাক বিক্রির দায়ে ১৬০টি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। ‘বিদেশি প্রভাবের’ বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে সরকার গত বছর এ কাজ করেছে। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
দেশটির দক্ষিণ-পশ্চিমের খাতলুন অঞ্চলের পুলিশপ্রধান বাহরুম শারিফজোদা বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, আইনশৃঙ্খলা বাহিনী ১৭ হাজার মুসলমান নারী ও বালিকাকে হিজাব পরিধান থেকে বিরত রাখতে সক্ষম হয়েছে।
তাজিক সরকার এ পদক্ষেপকে চরমপন্থার বিরুদ্ধে লড়াই বলে দাবি করেছে। প্রতিবেশী আফগানিস্তান থেকে যাতে তাজিকিস্তানে চরমপন্থার বিকাশ ঘটতে না পারে, সে জন্য দেশটির সেক্যুলার সরকার অনেক দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত সপ্তাহে দেশটির পার্লামেন্টে বিয়ের সময় আরবি কোনো শব্দ উচ্চারণ করা যাবে না বলে প্রস্তাব দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, শিগগিরই প্রেসিডেন্ট এমোমালি রাহমোন এর অনুমোদন দেবেন।
প্রসঙ্গত, বেসরকারি হিসাবে তাজিকিস্তানের ২ হাজারেরও বেশি তরুণ সিরিয়ায় আইএসের হয়ে লড়াই করছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













