বাণিজ্য মেলায় বিজ্ঞান বাক্স
প্রকাশ: ২০১৬-০১-২১ ১৭:৩৭:৪৮
সুপারম্যান আকাশে উড়ছে। নানা কাজ করে যাচ্ছে কথা মতো। বাজছে চুম্বকের সঙ্গীত। কেউ কেউ নিজেই তৈরি করছে পেরিস্কোপ। একটি দল ক্যামেরায় কিভাবে কাজ করে তা দেখছে। একটি ছোট্ট ছেলে মেয়ে নিজে নিজে তৈরি করছে ম্যাজিক মোটর। পাশেই সুইচ তৈরি করছে আরেকটি দল। কেউ কেউ ঘুরতে ঘুরতে দিক ভুলে গিয়ে এসে ঠিক করে নিচ্ছে। সুদূর আলফা ২৯ গ্রহ থেকে আসা রোবট ‘রোবেকুব’ গল্প করছে ছোট্ট একটি মেয়ের সঙ্গে।
এসবই হচ্ছে পৃথিবীতেই। অন্য কোনো গ্রহে চলে যাননি। বিজ্ঞানের নানা মজার খেলা নিয়ে ঢাকা বাণিজ্য মেলায় প্রিমিয়ার ২১ স্টলে ‘অন্যরকম বিজ্ঞানবক্স’ নিয়ে হাজির হয়েছে অন্যরকম ইলেকট্রনিক্স। অন্যরকম বাংলাদেশে স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠানটি তিনটি বিজ্ঞানবক্স প্রদর্শন করছে। চুম্বকের ২৬টি মজার খেলা নিয়ে ‘চুম্বকের চমক’; তড়িতের ২০টি মজার খেলাটি ‘তড়িৎ তান্ডব’; এবং আলোর ২৫টি মজার খেলা নিয়ে ‘আলোর ঝলক’ মেলায় প্রদর্শণ ও বিক্রি করছে অন্যরকম ইলেকট্রনিক্স।
বাণিজ্য মেলার দ্বিতীয় গেটের (মোহাম্মদপুরের পাশে) অবস্থিত প্রিমিয়ার স্টলে গিয়ে দেখা গেছে ছোট ছোট শিশু, তরুণ-তরুণীরা পুরো স্টলটি মুখর করে রেখেছে। ধানমন্ডি থেকে মায়ের সঙ্গে মেলায় আসা চতুর্থ শ্রেণীতে পডুয়া সাদমান সাদিকের সঙ্গে কথা হয় মজার বিজ্ঞানবাক্স নিয়ে। জানালো, ‘খুব মজার পাচ্ছি। অনেক কিছুই নিজে নিজে করতে পারছি। কিনে নিয়ে স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে মিলে আরও অনেক কিছু বানাবো।’
সাদমান সাদিকের মা গৃহিনী জাহানারা বেগম বলেন, ‘বিজ্ঞানবাক্সটি তিনটি খুব ভালো। ওরা খুবই মজা পাচ্ছে। অনেক কিছুই শিখতে পারছে।’
বাণিজ্য মেলা অন্যরকম ইলেকট্রনিক্সে স্টলে কথা হয় প্রতিষ্ঠানটি জুনিয়র ব্যবস্থাপক (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. রবিউল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘বিজ্ঞানবাক্স নিয়ে মেলায় আমাদের স্টলে খুবই সারা পাচ্ছি। শিশুদের পাশাপাশি বড়রাও আগ্রহ নিয়ে চমকপ্রদ বিজ্ঞানবাক্সটি দেখছে এবং কিনে নিয়ে যাচ্ছে।’
বিজ্ঞান ও গণিত শিশুদের কাছে আরও সহজ ও সুন্দর ভাবে তুলে ধরার জন্য অন্যরকম গ্রুপ বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছে। বিজ্ঞানবাক্স তারই অন্যতম একটি কার্যক্রম। অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ বলেন, ‘বিজ্ঞানের নানা বিষয়গুলোর ব্যবহার সহজে করার সুবিধা নিয়ে তৈরি করা হয়েছে বিজ্ঞানবাক্স। শিশুদের জন্য বিজ্ঞান সম্পর্কে নানা বিষয় জানতে এ বিজ্ঞানবাক্স সহায়তা করবে।’
চুম্বকের ২৬টি এক্সপেরিমেন্ট নিয়ে বাক্স ‘চুম্বকের চমক’র দাম ৯৭১ টাকা, তড়িতের ২০টি এক্সপেরিমেন্ট বক্স ‘তড়িৎ তান্ডব’র দাম ৮২১ টাকা; এবং আলোর ২৫টি মজার খেলার বাক্স ‘আলোর ঝলক’র দাম ৬৫২ টাকা। প্রতিটি এক্সপেরিমেন্ট বাক্সের সঙ্গে একটি ডেমো বই, একটি রোবেকুবের গল্পের বই ও একটি ভিডিও সিডিও থাকছে।
মেলা উপলক্ষে তিনটি বইয়ের প্যাকেজ একসঙ্গে ক্রয় করলে একটি স্কুল ব্যাগ ফ্রি। যে কোনো দুটো কিনলে র্টি-শার্ট, আর একটি কিনলে চারটি ব্যাজ ফ্রি। বাণিজ্য মেলায় না এসেও যে কেউ ঘরে বসেই অন্যরকম বিজ্ঞানবাক্স কিনতে পারবে।
সানবিডি/ঢাকা/আহো