
চলমান মহামারির তীব্রতার মধ্যেও ভারতে বেড়েছে মূল্যবান ধাতু স্বর্ণের চাহিদা। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশটির স্বর্ণের চাহিদা ১৯ দশমিক ২ শতাংশ বেড়ে ৭৬ দশমিক ১ টনে উন্নীত হয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বর্তমানে বিশ্বের শীর্ষ স্বর্ণ ব্যবহারকারী দেশ ভারত। গত বছর করোনা মহামারীর প্রাদুর্ভাবের ফলে দেশব্যাপী লকডাউনসহ নানা বিধিনিষেধ জারি করা হয়। এর পর থেকে দেশটিতে স্বর্ণের সরবরাহ ঘাটতি দেখা দেয়। ফলে বাড়তে থাকে মূল্যবান ধাতুটির চাহিদা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ভারতে স্বর্ণের চাহিদা ছিল ৬৩ দশমিক ৮ টন।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে পরিমাণের পাশাপাশি মূল্যের দিক থেকেও ধাতুটির চাহিদা বেড়েছে। গত বছরের এপ্রিল-জুন পর্যন্ত ভারতে ২৬ হাজার ৬০০ কোটি রুপির স্বর্ণের চাহিদা ছিল। চলতি বছরের একই সময়ে চাহিদা বেড়ে ৩২ হাজার ৮১০ কোটি রুপিতে উন্নীত হয়েছে। সে হিসাবে চাহিদা ২৩ শতাংশ বেড়েছে। তবে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানার কারণে চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে চাহিদা ৪৬ শতাংশ কমেছে।
সানবিডি/এনজে