
বৈশ্বিক চা রফতানির ক্ষেত্রে শ্রীলংকার বড় হিস্যা রয়েছে। দেশটি চায়ের আন্তর্জাতিক চাহিদার বড় একটি অংশ পূরণ করে দেশটি। চলতি বছরের প্রথমার্ধে শ্রীলংকা চা রফতানি বাড়িয়েছে। ফলে বেড়েছে চা রফতানি আয়। খবর সিনহুয়া।
এ বিষয়ে শীর্ষস্থানীয় চা ব্যবসায়ী প্রতিনিধি প্রতিষ্ঠান এশিয়া সিয়াকা কমোডিটিসের বরাত দিয়ে শ্রীলংকার স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, এ বছরের জানুয়ারি-জুন পর্যন্ত শ্রীলংকার চা রফতানি আয় এসেছে ৬৫ কোটি ডলার। গত বছরের একই সময়ে পানীয় পণ্যটি থেকে রফতানি আয় এসেছিল ৫৭ কোটি ১০ লাখ ডলার।
গত বছরের প্রথমার্ধের তুলনায় চা রফতানি বেড়েছে ১০ শতাংশ। বাজারসংশ্লিষ্টরা জানান, জানুয়ারি-জুন পর্যন্ত শ্রীলংকা ১৩ কোটি ৬৭ লাখ কেজি চা রফতানি করেছে। তবে গত বছরের তুলনায় রফতানি বাড়লেও ২০১৯ সালের তুলনায় কম রফতানি হয়েছে। ওই বছর দেশটি ১৪ কোটি ৫০ লাখ কেজি চা রফতানি হয়েছিল।
সানবিডি/এনজে