কাল নিউজিল্যান্ড-পাকিস্তানের সিরিজ নির্ধারণী ম্যাচ

প্রকাশ: ২০১৬-০১-২১ ১৭:৫৬:৫৮


pak_99404নিউজিল্যান্ড-পাকিস্তান তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ কাল। শুক্রবার ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর বারোটায় ম্যাচটি শুরু হবে।

সিরিজের প্রথম ম্যাচটি ১৬ রানে জিতেছিল পাকিস্তান। কিন্তু দ্বিতীয় ম্যাচে রেকর্ড গড়ে জিতে সিরিজে ফিরে নিউজিল্যান্ড। তাই আগামীকালের ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে।

এই ম্যাচ সামনে রেখে পাকিস্তান দলের অধিনায়ক শহীদ আফ্রিদি বলেছেন, ম্যাচটি গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভাল একটি কম্বিনেশন গড়তে এটি আমাদের সাহায্য করবে। বিশ্বের যেকোনও দলের বিরুদ্ধে আমরা জেতার সামর্থ্য রাখি।

সানবিডি/ঢাকা/আহো