অলিম্পিকে দ্রুততম মানব ইতালির জেকবস
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-০১ ২০:৫৯:০৪

টোকিও অলিম্পিক গেমসে ১০০ মিটার স্প্রিন্টে অংশ নিয়ে ৯ দশমিক ৮০ সেকেন্ড সময় নিয়ে সেরা হন মার্সেল জেকবস। অলিম্পিকে এই প্রথম স্বর্ণ পদক জয়ের স্বাদ পেলেন ২৬ বছর বয়সী এই ইতালিয়ান।
জেকবস ১০০ মিটারে স্বর্ণ পদক জিতলেও ইতিহাস গড়া উসাইন বোল্টের ধারেকাছেও যেতে পারেননি। বোল্ট যেখানে সময় নেন ৯.৫৮ সেখানে মার্সেল জেকবস নেন ৯.৮০ সেকেন্ড।
ট্র্যাক অ্যান্ড ফিল্ডে জেকবস ক্যারিয়ার শুরু করেছিলেন লং জাম্প দিয়ে। ২০১৮ সালে পা রাখেন স্প্রিন্টে।
যুক্তরাষ্ট্রের ফ্রেড কার্লি ৯ দশমিক ৮৪ সেকেন্ড সময় নিয়ে রুপা আর ৯ দশমিক ৮৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জিতেন কানাডার আন্দ্রে দে গ্রাস।
সানবিডি/আরএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












