
অলিম্পিকে স্বর্ণ জয়ের মিশনে দুর্দান্ত খেলছে ব্রাজিলের অনুর্ধ্ব ২৩ দল। কোপা আমেরিকায় চমক দেখানো রিচার্লিসনকে নিয়ে গড়া এই দল সামলাচ্ছেন বিশ্বের অন্যতম রাইটব্যাক দানি আলভেস।
ফাইনালে ওঠার লড়াইয়ে জাপানের কাসিমা স্টেডিয়ামে মঙ্গলবার (৩ আগষ্ট) বিকেল পাঁচটায় শক্তিশালী মেক্সিকোর মুখোমুখি হয়েছে ব্রাজিল।
মেক্সিকো অনুর্ধ্ব ২৩ দল যে কতটা শক্তিশালী তা হাড়ে হাড়েই টের পেয়েছে ব্রাজিল। ৯০ মিনিটেও মেক্সিকোর জালে বল জড়াতে পারেনি ব্রাজিল। তাই খেলা গড়িয়ে অতিরিক্ত ৩০ মিনিটে।
অতিরিক্ত ৩০ মিনিটও জালের দেখা পায়নি দুই দলের কেউ। ফলে খেলা গড়াল টাইব্রেকারে। সেখানেই শেষ হাসি ফুটল ব্রাজিল শিবিরে।
মেক্সিকোকে ৪-১ গোলে হারিয়ে টোকিও অলিম্পিকের ফাইনালে উঠে গেল ব্রাজিল।
সানবিডি/ এন/আই