
চলমান মহামারি করোনার প্রকোপে মালয়েশিয়ান পাম অয়েল খাত মন্দার মুখে পড়েছে । চলতি বছরের জুনে পণ্যটির উৎপাদন ও মজুদ হ্রাস পেয়েছে। মূলত মহামারীর প্রভাবে শ্রমিক সংকট ও চলাচলে নিষেধাজ্ঞার কারণে পাম অয়েল উৎপাদন ও মজুদে ঘাটতি দেখা দিয়েছে। এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটসের এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।
এ ব্যাপারে এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস জানায়, মালয়েশিয়ায় জুনে ১৬ লাখ ৪৯ হাজার টন পাম অয়েল উৎপাদন হয়েছে। গত বছরের একই মাসে উৎপাদনের পরিমাণ ছিল ১৮ লাখ ৮৫ হাজার টন। মালয়েশিয়ান পাম অয়েল বোর্ড জানায়, গত বছরের জুনে মালয়েশিয়ায় রেকর্ড সর্বোচ্চ পাম অয়েল উৎপাদন হয়েছিল। তবে চলতি বছরের জুনে উৎপাদনের পরিমাণ কমেছে। যদিও এ বছরের মে মাসের তুলনায় উৎপাদন ৫ দশমিক ২ শতাংশ বেড়েছে।
সানবিডি/এনজে