চাঁদপুরে লিকুইড অক্সিজেন প্লান্টের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-০৪ ১৫:২৮:৩৫

চলমান মহামারি পরিস্থিতিতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে লিকুইড অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার(৪ আগস্ট) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্ল্যান্টের উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এই প্ল্যান্ট উদ্বোধনকালে ডা. দীপু মনি বলেন, ইউনিসেফের অর্থায়নে ও স্বাস্থ্য অধিদফতরের তত্ত্বাবধায়নে ৫১ লাখ মিলিলিটার অক্সিজেন ধারণ ক্ষমতা সম্পন্ন এ প্ল্যান্টটি নির্মাণ করা হয়েছে। এ প্ল্যান্টের মাধ্যমে চাঁদপুরে অক্সিজেনের সঙ্কট অনেকটাই লাঘব করা সম্ভব হবে।
চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে ভার্চুয়ালি আরও যুক্ত ছিলেন, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাক্তার জে আর ওয়াদুদ টিপু চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার সুজাউদ্দৌলা রুবেলসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













