ইয়াবা-বিয়ারসহ স্বামী-স্ত্রী আটক
প্রকাশ: ২০১৫-১০-০৪ ১০:৪৫:৫৯

জেলার টঙ্গী থেকে ইয়াবা ট্যাবলেট ও বিয়ারসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- টঙ্গীর এরশাদ নগরের মজিবুরের ছেলে আল আমিন ও তার স্ত্রী সালমা আক্তার।
টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকার হাসিফ মোল্লার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাড়ির একটি কক্ষ থেকে তল্লাশি করে ৪শ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫টি কার্টনে রাখা ৬শ ক্যান বিয়ার, ৫টি রামদা এবং একটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার দায়ে ঘটনাস্থল থেকে আল আমিন ও তার স্ত্রী সালমা আক্তারকে আটক করা হয়।
আটককৃতরা মাদক চোরাচালানের সিন্ডিকেটের সঙ্গে জড়িত জানিয়ে পুলিশ কর্মকর্তা জানান, থানা হেফাজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













