
বর্তমানে বিশ্বের শীর্ষ স্বর্ণ ব্যবহারকারী দেশ হচ্ছে চীন।গত মহামারি করোনার প্রকোপে দেশটিতে স্বর্ণের ব্যবহার ২০ শতাংশেরও নিচে নেমে গিয়েছিল। তবে চলতি বছরের প্রথমার্ধে মূল্যবান ধাতুটির ঊর্ধ্বমুখী ব্যবহার লক্ষ করা গেছে।
এক প্রতিবেদনে চায়না গোল্ড অ্যাসোসিয়েশন (সিজিএ) জানায়, গত বছর চীনে ৮২০ দশমিক ৯৮ টন স্বর্ণ ব্যবহার হয়েছিল। ২০১৯ সালের তুলনায় ওই বছর ধাতুটির ব্যবহার ১৮ দশমিক ১৩ শতাংশ বা ১৮১ দশমিক ৮ টন কমে যায়। স্বর্ণ ব্যবহার সংকুচিত হওয়া সত্ত্বেও ২০২০ সালে টানা আট বছরের মতো শীর্ষ স্বর্ণ ব্যবহারকারীর তকমা ধরে রাখে চীন।
এ বিষয়ে সিজিএর প্রতিবেদনে আরো বলা হয় , ২০২০ সালে স্বর্ণের পাশাপাশি চীনে সব ধরনের অলংকার ব্যবহারও কমে যায়। ওই বছর দেশটিতে অলংকার ব্যবহারের পরিমাণ কমে ৪৯০ দশমিক ৫৮ টনে নেমে আসে, যা এর আগের বছরের তুলনায় ২৭ দশমিক ৪৫ শতাংশ কম। শিল্প খাতে ধাতুটির ব্যবহার ১৬ দশমিক ৮১ শতাংশ কমে যায়। তবে স্বর্ণের বার ও মুদ্রা বিক্রিতে ৯ দশমিক ২১ শতাংশ প্রবৃদ্ধি দেখা গিয়েছিল।
সানবিডি/এনজে