ইরানের ওপর থেকে জাপানের নিষেধাজ্ঞা প্রত্যাহার
প্রকাশ: ২০১৬-০১-২২ ১৪:২৪:৫৫
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাপান। প্রায় তিন দশক পর পারমাণবিক কর্মসূচি সীমিতকরণের শর্তে গত বছর জুলাইয়ে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর চুক্তি হয়। তেহরান চুক্তির শর্তগুলো পুরোপুরি মেনে চলছে বলে গত ১৬ জানুয়ারি নিশ্চিত করে জাতিসংঘের আনবিক শক্তি সংস্থা।
জাতিসংঘ ইরানের ব্যাপারে নিশ্চিত হওয়ার পরপরই ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলি। ছয় জাতির সঙ্গে তেহরানের পরমাণু চুক্তির অংশ হিসেবেই টোকিও এই পদক্ষেপ নিয়েছে।
শুক্রবার ইরানের ওপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা এক সংবাদসম্মেলনে এ ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখতে চায় জাপান।।’ আর এ কারণেই তারা ইরানের ওপর আরোপকৃত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
পশ্চিমা অবরোধের কারণে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ইরানের বাণিজ্যিক সম্পর্কের অবনতি হয়েছে। বিভিন্ন দেশে তাদের প্রচুর অর্থ আটকে আছে। কিন্তু এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ইরানের তেল ও গ্যাস খাতে বিনিয়োগ করতে পারবেন বলে আশা করছেন ব্যবসায়ীরা।
সানবিডি/ঢাকা/আহো