ব্যস্ততার কারণে তামিমদের মেন্টর থাকছেন না ইমরান
প্রকাশ: ২০১৬-০১-২২ ১৫:০৬:১৪

রাজনৈতিক ব্যস্ততার কারণে ক্রিকেটে ফিরছেন না ইমরান খান। পিসিএলে তামিমের দল পেশোয়ার জালমির ‘মেন্টরে’র দায়িত্ব নিতে ইমরানকে প্রস্তাব দেয়া হয়। আগামী ০৪ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে আন্তর্জাতিক এই লিগটি।
লিগে তামিমের অধিনায়ক শহীদ আফ্রিদি। এছাড়া দলটিতে খেলবেন অস্ট্রেলিয়ার পেসার শন টেইট, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, কামরান আকমল, ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












