রোববার বন্ধ থাকবে বিমা খাত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৮-০৬ ১৮:৩৩:২৯


দেশে করোনা ভাইরাসের সংক্রমন রোধে চলমান বিধিনিষেধের মধ্যে ৮ আগস্ট (রোববার) বন্ধ থাকবে বিমা খাত।

বৃহস্পতিবার (৫ আগস্ট) এমন সিদ্ধান্ত নিয়ে বিমা কোম্পানিগুলোতে চিঠি পাঠিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

চিঠিতে বলা হয়েছে, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমনের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ব্যাংক আগামী ৮ আগস্ট ২০২১ তারিখ সকল ব্যাংক বন্ধ ঘোষণা করেছে।

ব্যাংকিং কার্যক্রমের সাথে সামঞ্জস্য রেখে ছুটির দিন শুক্রবার ও শনিবার ছাড়াও আগামী ৮ আগস্ট ২০২১ তারিখ বিমা সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আগামী ৯ ও ১০ আগস্ট ২০২১ তারিখ বিমা সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান সকাল ১০টা হতে অপরাহ্ন ৩টা পর্যন্ত সীমিত পরিসরে খোলা থাকবে।

তবে গত ১৯ জুলাই ২০২১ তারিখে কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত ৫৩.০৩.০০০০.০০৯.১৮.০০৯.২১.১৩০ স্মারকে প্রদত্ত অন্যান্য সকল নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে।

বিমা কোম্পানিগুলোকে পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) নাজিয়া শিরিন।

সানবিডি/ এন/আই