টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২১-০৮-০৬ ১৯:২৩:১৯

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শুরুর দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। আজ (শুক্রবার) অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের মিশন টাইগারদের সামনে।
নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর অনুষ্ঠিত হয়েছে টস। সাড়ে ৫টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে হয়নি। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
খেলা দেরিতে শুরু হলেও কাটা হয়নি কোনো ওভার। অর্থ্যাৎ নির্ধারিত ২০ ওভারেই হবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। খেলা শুরু হয়েছে ৭টা ১৫ মিনিটে।
বাংলাদেশ এই ম্যাচেও নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে। তবে বেশ বড় পরিবর্তন এসেছে অস্ট্রেলিয়ার একাদশে। তিনটি পরিবর্তন নিয়ে সিরিজ বাঁচানোর ম্যাচে মাঠে নামবে সফরকারীরা।
ম্যাকডরমট একাদশে সুযোগ পেয়েছেন ফিলিপের বদলে। একাদশে সুযোগ পেয়েছেন ক্রিশ্চিয়ানও। তিনি খেলবেন মিচেল স্টার্কের জায়গায়। এছাড়া অভিষেক হচ্ছে এলিসের। আন্ড্রু টাইয়ের জায়গায় সুযোগ মিলেছে তার।
বাংলাদেশ একাদশ:
সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ
অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, ময়জেস হেনরিকেস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যান ক্রিশ্চিয়ান, ন্যাথান এলিস, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড
এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












