সিরিজজয়ী ক্রিকেট দলকে বাফুফের অভিনন্দন
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-০৭ ১১:১৬:৫৯

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজে ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়াকে তৃতীয় ম্যাচে হারিয়ে দুই ম্যাচ বাকি থাকতে সিরিজে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী, এমপি, সহ-সভাপতিগণ, কার্যনির্বাহী সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ, সকল স্ট্যান্ডিং কমিটির কর্মকর্তাবৃন্দসহ বাফুফের কর্মকর্তাবৃন্দ ও সকল কর্মচারীগণ আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছেন।
বাফুফে আশা করছে, উক্ত জয়ের ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের সুনাম আরও অধিকতর বৃদ্ধি করবে।
উল্লেখ্য যে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ সিরিজে পরপর তিন ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারেরমত বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করেছে।
সানবিডি/ এন/আই







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












