মার্শ-মাহমুদউল্লাহর বাকবিতণ্ডা, আসলে কী ঘটেছিল?
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-০৭ ১১:১৯:০৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত জয় তুলে নেয় স্বাগতিক বাংলাদেশ। শুক্রবার (৬ আগস্ট) মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে টাইগার দলপতি মাহমুদুল্লাহ রিয়াদের ফিফটিতে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জয়ের জন্য অজিদের প্রয়োজন ছিল ১২৮ রান। কিন্তু নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১১৭ রান করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। যার ফলে ১০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। একই সঙ্গে অস্ট্রেলিয়াকে পর পর তিন ম্যাচে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল টাইগাররা।
সিরিজ জয়ের এ ম্যাচে মাঠের মধ্যেই বাকবিতণ্ডায় জড়ান অজি অলরাউন্ডার মিচেল মার্শ ও টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ। অস্ট্রেলিয়া ইনিংসের দশম ওভারের পঞ্চম বল। ফুলিশ মিডলে করা তরুণ টাইগার পেসার শরিফুল ইসলামের বল মার্শের উরুতে লাগে। রাগ ধরে রাখতে পারেননি মার্শ। শরিফুলের দিকে বেশ কিছু বাক্য ছুঁড়ে দেন মার্শ। ভাবভঙ্গিতে স্পষ্ট ছিল অজি অলরাউন্ডার খুব ভালো কিছু বলেননি। এরপর এগিয়ে আসেন মাহমুদউল্লাহ। দলের তরুণ সদস্যের প্রতি প্রতিপক্ষ ব্যাটসম্যানের এমন আচরণ সহজভাবে নেননি বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এগিয়ে এসে তিনি কিছুক্ষণ কথা চালাচালি করেন মার্শের সঙ্গে। তাতে যোগ দেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহানও। শেষ পর্যন্ত আম্পায়ারের হস্তক্ষেপে থামেন দুই জন।
নিজের সঙ্গে খারাপ আচরণকারীকে বল হাতেই জবাব দেন শরিফুল ইসলাম। ফিফটি করা মার্শকে সাজঘরে ফেরান সেই শরিফুলই। নাঈম শেখের হাতে তার বলেই ক্যাচ দেন অজি ব্যাটসম্যান। আউট করেই মিচেল মার্শের দিকে ব্যাঘ্রের মতো ছুটে গিয়ে যেন গর্জন করলেন পেসার শরিফুল ইসলাম। যুব বিশ্বকাপ জয়ী পেসারের সেই গর্জন যেন প্রতিধ্বনিত হলো গোটা দেশে। এমনকি গোটা ক্রিকেটবিশ্বে। কারণ অস্ট্রেলিয়ার ভরসা মার্শকে আউট করার পরই তো লো-স্কোরিং ম্যাচে জয়ের রাস্তাটা তৈরি হয়ে যায়।
যদিও শরিফুলের করা সেই ১৮তম ওভারে দুই বাউন্ডারি হাঁকিয়ে আবারও ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া। কারণ যত বন্ধুর উইকেটই হোক না কেন টি-২০তে শেষ দুই ওভারে ২৩ রান কঠিন কিছু নয়। এরপর ১৯তম ওভারে মুস্তাফিজের ক্যারিশমা। মাত্র ১ রান দিলেন কাটার মাস্টার। মহাগুরুত্বপূর্ণ সময়ে ৫ বলই কি না ডট দিলেন মুস্তাফিজ। শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার হয় ২২ রান। কিন্তু অস্ট্রেলিয়া মাহাদি হাসানের করা ওই ওভারে ১২ রান করতেই সক্ষম হয়। বাংলাদেশ জয় পায় ১০ রানের। একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হ্যাট্রিক জয়ে সিরিজ জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
সানবিডি/আরএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












