ইস্পাত উৎপাদন কমানোর পরিকল্পনা চীনের
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-০৭ ১৪:০৬:১৬

জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব থেকে রক্ষায় চলতি বছরে নিজেদের নিজেদের ইস্পাত উৎপাদন কমিয়ে আনতে চায় চীন। তবে এটি অনেকটা কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চলতি বছরের প্রথমার্ধে চীনের ইস্পাত কারখানাগুলো গত বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেশি অপরিশোধিত ইস্পাত শোধন করেছে। ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান উড ম্যাকেনজির এক তথ্যে এমনটা দেখা যায়। খবর সিএনবিসি।
মে মাসে দেশটি ৯ কোটি ৯৫ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে, যা মাসিক ভিত্তিতে দেশটির সর্বোচ্চ ইস্পাত উৎপাদনের রেকর্ড। জুনে তা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৩৯ লাখ টনে। রয়টার্সের এক প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য জানা যায়।
চীনের পরিবেশ দূষণকারী শিল্পের মধ্যে ইস্পাত শিল্প অন্যতম। দেশটির মোট নিঃসরিত কার্বনের ১০ থেকে ২০ শতাংশ আসে এ শিল্প থেকে। ফলে কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনতে বেইজিং ইস্পাত শিল্পের ওপর লাগাম টানার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ২০৬০ সালের মধ্যে দেশটি কার্বন নিঃসরণের পরিমাণ শূন্যতে নামিয়ে আনতে চায়। বিশ্লেষকরা বলছেন বছরের দ্বিতীয় প্রান্তিকে উৎপাদন হ্রাস করলেও এর পরিমাণ ২০২০ সালের উৎপাদিত পরিমাণের চেয়ে কমিয়ে আনা অনেকটাই কঠিন।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













