করোনায় মারা গেল জাতীয় দলের সাবেক ফুটবলার
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-০৭ ১৭:৩৮:১০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় দলের সাবেক ফুটবলার কল্লোল কুমার ঘোষ জুকু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জুকু। শনিবার রাত ১২টার দিকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শনিবার দুপুরে মাগুড়ায় জুকুর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। জাতীয় দলের সাবেক এই ফুটবলারের মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি, সহসভাপতিবৃন্দ, সাধারণ সম্পাদকসহ সকল স্ট্যান্ডিং কমিটি, কর্মকর্তা-কর্মচারীগণ আন্তরিক শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
সানবিডি/ এন/আই







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












