শেষ টি-২০তে পাকিস্তানের হার ৯৫ রানে
প্রকাশ: ২০১৬-০১-২২ ১৫:৪৭:০৭

২০ ওভার ম্যাচে ৯৫ রানে জয়! সচরাচর দেখা না গেলেও আজ ওয়েলিংটনে তৃতীয় টি-২০ ম্যাচে পাকিস্তানকে ঐ বিশাল ব্যবধানেই হারিয়ে দিল নিউজিল্যান্ড।সেই সঙ্গে তিন ম্যাচ সিরিজ ২-১ এ জিতে নিল স্বাগতিকরা।
প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৯৫ রানের বিরাট স্কোর দাঁড় করে নিউজিল্যান্ড। মাত্র ৪২ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন কোরি অ্যান্ডারসন। এছাড়া গাপটিল ৪২, অ্যান্ডারমন ৩৩ রান করেন। দুই উইকেট নেন ওয়াব রিয়াজ।
জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট পড়তে থাকে পাকিস্তানের। সরফরাজ আহমেদ ছাড়া কোন ব্যাটসম্যানই উইকেটে দাঁড়াতে পারেননি কিউই ভালো বোলিংয়ের মুখে।
৪১ রান আসে সরফরাজ আহমেদের ব্যাট থেকে। ১৪ করেন শোয়েব মালিক। অন্য কেউই দুইয়ের অঙ্ক স্পর্শ করতে পারেননি।১৬.১ ওভারে ১০১ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ইলিয়ট ও মিনলে ৩টি করে উইকেট নেন।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












