
বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম অয়েল উৎপাদক দেশ মালয়েশিয়া। কিন্তু সম্প্রতি দেশটির পাম অয়েল উৎপাদন হ্রাস পেয়েছে। ফলে পণ্যটি রফতানিতেও পড়েছে নেতিবাচক প্রভাব। এসব কারণে জুলাইয়ে পাম অয়েলের মজুদ বেড়ে ১০ মাসের সর্বোচ্চে উঠে এসেছে। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।
নয়টি পাম অয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও বিশ্লেষকদের থেকে নেয়া তথ্যের ভিত্তিতে এ সমীক্ষা পরিচালনা করেছে রয়টার্স। এতে বলা হয়, মালয়েশিয়ায় পাঁচ মাস ধরে বাড়ছে পাম অয়েলের মজুদ। সর্বশেষ জুলাইয়ে পণ্যটির মজুদ ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ লাখ ৪০ হাজার টনে।
সাধারণত যে মাসগুলোতে সবচেয়ে বেশি পাম অয়েল উৎপাদন হয়ে থাকে সেসব মাসে প্রত্যাশার চেয়েও কম উৎপাদন হয়েছে। গত পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন পাম অয়েল উৎপাদনের রেকর্ড গড়েছে মালয়েশিয়া। সর্বশেষ জুলাইয়ে দেশটির পাম অয়েল উৎপাদন ৪ শতাংশ কমে ১৫ লাখ ৪০ হাজার টনে নেমে গেছে।
সানবিডি/এনজে