বিধিনিষেধ শিথিল হবে ধাপে ধাপে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৮-০৮ ১৫:১৭:৪৫

আগামী ১১ আগস্ট থেকে ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন । রবিবার (৮ আগস্ট) তিনি জানান, আগামীতে দোকানপাট আস্তে আস্তে খুলে দিতে হবে। কিন্তু সবাই যাতে স্বাস্থ্য বিধি মেনে চলেন সেটা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, মাস্ক পড়ার বিষয়টি বেশী গুরুত্ব দিচ্ছি। এখন যে গণটিকাদান কর্মসূচি চলছে তা ১২ তারিখ পর্যন্ত চলবে এই কর্মসূচির মাধ্যমে কর্মজীবী মানুষকে টিকা দেয়া হবে।
তিনি আরো বলেন, অর্থনৈতিক বিষয়টি মাথায় রেখে ১১ তারিখ থেকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ধাপে ধাপে সবকিছুই খুলে দেয়া হবে সীমিত পরিসরে। সেক্ষেত্রে গণপরিবহন, অফিস আদালত সবকিছুই। আগামীকালের মধ্যে বিষয়গুলো পরিষ্কার হবে।
সানবিডি/আরএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













