
বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ তামা উৎপাদনকারী দেশ পেরু। দেশটির প্রধান রফতানি পণ্যও তামা। চলতি বছরের প্রথমার্ধে দেশটির তামা উৎপাদন ১৪ শতাংশ বেড়েছে। পেরুর জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক মন্ত্রণালয় (মিনেম) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পেরুর তামা উৎপাদনকারী কোম্পানিগুলোর উৎপাদন ৩ দশমিক ৭ শতাংশ থেকে ৬৪ শতাংশের মধ্যে ওঠানামা করেছে। পেরুর তৃতীয় বৃহৎ তামা উৎপাদনকারী প্রতিষ্ঠান সাউদার্ন পেরু কপার করপোরেশন (এসপিসিসি)। মোট দেশীয় উৎপাদন বাড়লেও প্রতিষ্ঠানটির উৎপাদন ৫ দশমিক ৯ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে পেরুর দশম শীর্ষ তামা উৎপাদক প্রতিষ্ঠান গোল্ড ফিল্ড লা কিমার উৎপাদন কমেছে ৭ শতাংশ।
এসপিসিসি এক প্রতিবেদনে জানায়, প্রতিষ্ঠানটির টোকপালা ও কুহন খনিতে আকরিক গ্রেডের স্বল্পতা উৎপাদন হ্রাসে সহায়তা করেছে। পাশাপাশি গত বছর করোনা মহামারীর প্রভাবে উৎপাদন কার্যক্রম স্থগিত হওয়ার পুনরায় খনিগুলো চালু করতে বিলম্ব হয়েছে। এটিও উৎপাদন হ্রাসে ভূমিকা রেখেছে।
সানবিডি/এনজে