টাইগারদের অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১০ ১১:৩৭:৫০


যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.জাহিদ আহসান রাসেল এমপি বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন রানের লজ্জা ‘উপহার’ দেওয়া টাইগারদের অভিনন্দন জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাহিদ আহসান রাসেল এমপি।

টাইগারদের প্রাণঢালা অভিনন্দন জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সোনার ছেলেরা পুরো সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। আশা করি ভবিষ্যতেও সাফল্যের এ ধারাবাহিকতা বজায় থাকবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই দাপুটে জয় অন্যান্য দেশের বিপক্ষে আগামী দিনের সিরিজগুলো বাংলাদেশকে আরো ভালো খেলতে অনুপ্রেরণা যোগাবে।

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের শেষ টি-টোয়েন্টি ১২৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩.৪ ওভারে ৬২ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

৬০ রানের জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

সানবিডি/ এন/আই