অদ্ভূত এক ভাইরাসে আক্রান্ত মায়েরা অস্বাভাবিক রকমের ছোট মাথার শিশু জন্ম দিচ্ছে। এ নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে ল্যাটিন আমেরিকার অনেকগুলো দেশে। আর এই অবস্থায় মহিলাদের প্রতি আপাতত সন্তান ধারণ না করার জন্য আহ্বান জানিয়েছেন এল সালভেদরের স্বাস্থ্য উপমন্ত্রী এডুয়ার্ডো এসপিনেজো।
যে ভাইরাসের সংক্রমণ থেকে এই সংকট, তার নাম ‘জিকরা ভাইরাস’। মশক বাহিত এই ভাইরাস গর্ভবতী মায়েদের শরীরে ঢুকতে পারলে তা গর্ভস্থ ভ্রুণকে আক্রমণ করে বলে মনে করা হচ্ছে। আক্রান্ত মায়েরা যে খুবই ছোট মাথার শিশু জন্ম দিচ্ছেন, তার জন্য দায়ী করা হচ্ছে এই ভাইরাসকে।
কেবল ব্রাজিলেই গত অক্টোবর থেকে এ পর্যন্ত চার হাজার সংক্রমণের ঘটনা ধরা পড়েছে। ২০১৪ সালে ব্রাজিলে ১৫০ টি শিশু জন্ম নিয়েছে , যাদের মাথা শরীরের তুলনায় অস্বাভাবিক রকমের ছোট। মেডিক্যাল পরিভাষায় এটিকে বলা হয় ‘মাইক্রোসেফালি’।
গবেষকরা মনে করছেন, জিকরা ভাইরাসই এজন্যে দায়ী।
কেবল এল সালভেদর নয়, ল্যাটিন আমেরিকার আরও অনেক দেশে এই ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে যেসব জায়গায়, সেখানে মহিলাদের আপাতত সন্তান না নেয়ার আহ্বান জানানো হচ্ছে।
বিবিসি বাংলা